শুক্রবার, ৭ এপ্রিল, ২০১৭

একটা ঘুম একটা ঘাম একটা একাত্তর


ঘুম থেকে উঠলেই ইদানিং চোখগুলো
দ্রুত বায়োস্কপ থেকে বেরিয়ে পড়ার মত 
আচনক খুলে ফ্যালে রাত,
ঘুমটা রাত্রীদের বায়োস্কপের মত।
অথবা জনাকীর্ণ দূপুরে সেঁটে থাকা স্বপ্নরোদ।
.
একটা বীজ খুব চেনা লাগা ধানের মত,
অন্য বীজটা হুতুমপেঁচার বাচ্ছা,
আমার ঘুমগুলো অচেনা একটা ধানরাত-
সবুজবাহী স্বপ্নের মতোন,
আর হুতুমপেঁচাকে ভয়াল ঘামের জননী বলে 
ডেকেছি এক সময়।
.
একটা সময় ভুলেই গিয়েছিলাম প্রশ্নটাঃ
আমার বেহাত হওয়া ঘুমগুলো 
পৌণে দু'টোর মধ্যেই ফিরে দেবে কিনা?
.
একটা নিশাচর ঘাম ভুল শুধরাতে আসেনা -
আসে ভয়কে লুকাতে।
.

                   আমার ঘুম                    
                   আমার ঘাম, 
           একাত্তরের দিনে ফিরে নেয়া 
            অন্য একাত্তর নয়তো? 
.
লেখাঃ ৬/৪/২০১৭ইং

শনিবার, ১ এপ্রিল, ২০১৭

এই সব কবিতা হতে পারতো



এই সব কবিতা হতে পারতো

দ্বীপ সরকার

কবিতা মানেই প্রেম বিরহ,সুখ দুঃখ,প্রকৃতি ;

অথচ একটা কথা বলতেই হয়
লাশকাটা ঘরের কোন প্রাণ নেই,
কারন,ওখানে অস্ত্রের যুক্তি চলে।
লাশ কাটার চাকু, কুড়াল,দা, ছুরি,
দূর্গন্ধময় নিঃশ্বাস,ভয়,
এই সবও কবিতা হতে পারতো-
তাকে যদি কবিতা ভেবে
সবুজ চাকু দেই
সবুজ কুড়াল দেই
এবং আলো বাতাস ভর্তি একটা ঘর দেই।

লেখাঃ ২৯/১২/২০১৬