শুক্রবার, ১৯ মে, ২০১৭

অনুমতিহীন থেকে গেলে


তুমি এখনো অনুমতিহীন থেকে গেলে-
হঠাতই গর্জনের মত অাছড়ে পড়লে
হুলস্থুল পড়ে অন্তরে।
.
কেমন স্বভাব! চোখ নিংড়িয়ে নামাও রাত,
ঠোঁট বরাবরে পদার্থের লিপিষ্টক,
সুদমুক্ত ঋণে জড়াও আমাকে- ফেক চাহনীতে,
অভ্যাস বশতঃ আমিও চির সবুজ থেকে যাই।
.
অনুমতিহীন মানুষ কেবল তুমিই হতে পারো-
দরজা সেঁটে দায়িত্ববান প্রহরী,
সেনাপতির মতোই বিস্তর প্রেমিকা,
বারুদ ঘেঁটে জন্ম নিলে প্রেমের-
তাতে কি এসে যায় ভুলের?
ভুল করেই ঢুকে পড়ো আমাতে!

.
আসলে তুমি এখনো অনুমতিহীনই থেকে গেলে।

লেখাঃ ১৮/৫/১৭ইং